ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ২৫, ২০২৫
বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।  

রোববার (২৫ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনায় প্রধান উপদেষ্টা বিব্রত হয়েছিলেন। তাই পদত্যাগের কথা ভাবছিলেন। আমরা বলেছি, এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।

সাইফুল হক‌ বলেন, আমরা প্রস্তাব দিয়েছি সবাইকে যেন সমানভাবে মূল্যায়ন করা হয়। কারণ সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। উপদেষ্টারা একেক সময় একেক কথা বলছেন। করিডোর ও বন্দরের বিষয়ে সিদ্ধান্ত না নিতে বলা হয়েছে।  

তিনি আরও বলেন, মাঝনদীতে মাঝি বদলাতে হয় না। আপনার সরকারের ওপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা এক সরকারের মধ্যে অনেকগুলো সরকার দেখতে চাই না। আপনাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একেক উপদেষ্টার একেক রকম মন্তব্য। সবকিছু ঠিক করা জরুরি।

করিডোরে ইস্যুতে সাইফুল হক‌ বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।  

ছাত্র উপদেষ্টাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিতর্কিতদের বিষয়ে সিদ্ধান্ত কী নেবেন তা আপনার ওপর নির্ভর করছে। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করা সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে হাঁটবেন সেটা আপনাদের ওপর নির্ভর করবে।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা আপনাদের যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।

ডিএইবি/ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।