ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারুণ্যের সমাবেশ আজ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নামপল্টনে তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমানকে উদ্দেশ্য করে মঈন খান বলেন, আপনি আজ থেকে দুই দশক আগে যে পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। আজকে সেই রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, জয়গান হয়েছে। আপনাকে স্যালুট জানাই।
দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিলেন স্বৈরাচার সরকার। আর সেখান থেকে দেশকে বাঁচিয়ে এনেছেন এই তরুণরা। কিন্তু আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি।
সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আর এই সংগ্রামে চলছে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত। আর এই সংগ্রামে বিএনপির একজন কর্মীও বাদ যায়নি। আমরা দ্বিতীয় পর্যায়ের সংগ্রামে রয়েছি। এই সংগ্রাম কুসুম আচ্ছন্ন নয়। অত্যন্ত কষ্টের।
আমরা দাবি জানাবো তারুণ্যের এই সেন্টিমেন্টের প্রতিফলন ঘটাতে হবে। আর এজন্য দ্রুত নির্বাচন দিতে হবে। তার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এটা জনগণের দাবি। তাই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে দায়িত্ব হস্তান্তর করবেন। আর এই আন্দোলনে তরুণদের নিয়ে আমরা বিজয়ী হবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।
টিএ/এএটি