ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১০, জুলাই ৩, ২০২৫
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ফাইল ফটো

ঢাকা: ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ।

মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মো. মোশারফ হোসেন বাংলানিউজকে নাঈমুর রহমান দুর্জয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছে। নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে মানিকগঞ্জ রওনা দেওয়া হয়েছে।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।