ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলানিউজকে বলেন, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে একটি ককটেল মেরেছে দুর্বৃত্তরা। এতে প্রদর্শনীর গাড়িতে একটি ছিদ্র হয়েছে, কোনো আহত নেই। আমরা এটা নিয়ে কাজ করছি।
এর আগে, ২৩ জুন রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
এমএমআই/জেএইচ