ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানালো ছাত্রদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জুলাই ৩, ২০২৫
নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানালো ছাত্রদল

২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেওয়ায় দলটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদেশের ফুটবল ইতিহাসে বুধবার এক গৌরবোজ্জ্বল ইতিহাস তৈরি করেছে নারী ফুটবল দল।

১৯৮০ সালে কুয়েত এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশের পুরুষ জাতীয় দল। এরপর আর কখনও বাংলাদেশের পুরুষ জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে নির্বাচিত হবার পর থেকে এই খেলার উন্নয়নে তাবিথ আউয়ালের যে অসামান্য চেষ্টা ও আন্তরিকতা, তার প্রতিফলন এখন মাঠে দেখা যাচ্ছে।  

বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সকল শ্রেষ্ঠ অর্জনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একরকম সম্পৃক্ততা ছিল। ক্রিকেট মাঠে আমাদের সেরা সময়ের ভিত্তি স্থাপিত হয়েছিল সেসময়কার হাই পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে। কমনওয়েথ গেমসে আসিফের স্বর্ণ জয়ের কৃতিত্বও সেই সময়ের। হকি, দাবাসহ অন্যান্য খেলায়ও শ্রেষ্ঠ অর্জনগুলো এসেছে একই সময়ে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং এশিয়ান কাপের মূলপর্বে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ডিএইচবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।