ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরতে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) তেজগাঁও এলাকার ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের এই কার্যক্রমের নেতৃত্ব দেন যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম নিশাত।
তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।
বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লিফলেট বিতরণকালে তারিকুল ইসলাম নিশাত বলেন, তারেক রহমানের ভিশন দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশে সুশাসন, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি আসবে।
যুবদলের কর্মীরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং রাষ্ট্র মেরামতের অঙ্গীকার সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট হবে। তারা আশা প্রকাশ করেন, এই ৩১ দফা দেশের ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইএসএস/এএটি