ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, জুলাই ৩, ২০২৫
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঢাকা: উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অপরাধীদের বিরুদ্ধে বদলি, বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চ ও নিম্ন আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে যতই আমরা স্বাধীন বিচারব্যবস্থা করি না কেন, এর সুবিধাভোগী এরাই হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিস্টমুক্ত হতে হবে। এরপর স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।

বদলি, বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয় মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, অপরাধের জন্য নির্দিষ্ট করে শুধু চাকরি গেলে হবে না, অপরাধের জন্য তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে।

রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি–পেশার মানুষকে ফ্যাসিস্টরা অবৈধভাবে সাজা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি, আমরা চাই উচ্চ ও নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসররা না থাকে।

জেলা পর্যায় থেকে উচ্চ আদালত পর্যন্ত সব আদালত থেকে অপরাধে জড়িত আওয়ামী লীগের লোকজনের জামিন হয়ে যাচ্ছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ফ্যাসিস্টদের দোসররাই করছে।

তিনি বলেন, এদের মাধ্যমে যদি বিচারব্যবস্থা কার্যকর হয়, তবে আমরা যতই কড়া আইন করি না কেন, এর অপব্যবহার তারাই করবে এবং এখনই করছে।

কমিশনের সঙ্গে আজকের বৈঠকে ক্ষমতা বিকেন্দ্রীরকরণের জন্য বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিষয়ে তারা একমত হয়েছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। এছাড়া দণ্ডিত ব্যক্তিকে ক্ষমার বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগে যে বিধান রয়েছে, তা সংশোধনের ব্যাপারেও তারা নীতিগতভাবে একমত হয়েছেন।

এসবিডব্লিউ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।