বাগেরহাট: এদেশে আমরা জন্মগ্রহন করেছি। এদেশ আমার, এদেশের ভালমন্দ নিয়ে চিন্তা করার দায়িত্বও আমার।
বৃহম্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আান্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে গনসমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল< বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট- ৪, আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।
দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভীড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। সমাবেশ থেকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বাংলাদেশের মানুষ প্রহসনের নির্বাচন মেনে নিবে না। আগামী নির্বাচনে ইসলাম ও মানবতার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এমআরএম