ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত গত ২৮ জুনের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুর উপজেলার মরহুম মোস্তফা কামালের শোকাহত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে তার বাড়িতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তিনি মরহুমের বাড়িতে পৌঁছান।
এ সময় শায়খে চরমোনাই মরহুমের কবর জিয়ারত করেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক হাদিয়া প্রদান করেন এবং মরহুমের পরিবারের দায়িত্ব গ্রহণের বিষয়টি অবহিত করে ধৈর্য ধারণের পরামর্শ দেন।
তিনি বলেন, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে গিয়ে তার এই মৃত্যুতে আমরা বিশ্বাস করি আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন জান্নাতে তার মর্যাদা আরও উন্নত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী কামাল উদ্দিন সিরাজী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতারা।
টিএ/আরবি