ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, জুলাই সনদ হবে আমাদের জাতীয় সনদ। যে সনদকে বর্তমানে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে।
তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে হাজারো শহীদ, জুলাইযোদ্ধা ও আমরা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও হিন্দুস্তানের বিরুদ্ধে রাজপথে ছিলাম, একদিন সবাইকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। তাই এই বিষয়ে কোনো আপস চলবে না। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশজুড়ে গণসংযোগ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে আগস্ট মাসের ৬ তারিখে ‘খুনি হাসিনাকে ফেরত চাই’ দাবিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
মাসব্যাপী চলমান কর্মসূচির ১১তম দিনে শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরার নিউ মার্কেট, জজ কোর্ট ও খুলনা রোড মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে জাগপা।
পথসভায় বক্তারা বলেন, ‘আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। শেখ হাসিনার সরকার পতন হলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো সক্রিয়। তাদের প্রভু হিন্দুস্তান নতুন করে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে। কিন্তু জাগপা জন্মলগ্ন থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী দল হিসেবে ভূমিকা রেখে আসছে। আমরা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের আদর্শ অনুসরণ করে সংগ্রাম চালিয়ে যাব। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতিকে কবর দিতেই হবে, আর হিন্দুস্তানের আধিপত্যবাদকে নিশ্চিহ্ন করতে হবে। ’
পথসভায় আরও বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা জাগপার সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, জাগপা ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ আরিফ হুসাইন, যুব জাগপার জেলা সমন্বয়ক মো. সোহেল হোসেন, জেলা নেতা মো. হোসেন আলী, মো. ইছানুর সরদার, আবুল হোসাইন, আরাফাত হোসেন ও শিহাব আহমাদ ফারুকী প্রমুখ।
টিএ/আরবি