ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৪, জুলাই ১১, ২০২৫
সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে সিলেট নগরের জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।

সম্ভাব্য প্রার্থীরা হলেন
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান, সিলেট-৬ যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ মাওলানা আবদুল কাদির।

মৌলভীবাজার-১ আসনে মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে মাওলানা আব্দুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে ড. আহমদ আবদুল কাদের।

সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর জামায়াতের সাথে ঐক্য হবে কি না, এমন প্রশ্নের জবাবে মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির বলেন, ইসলাম বলতে যা বোঝায় সব দলকে সঙ্গে নিয়ে ঐক্য হবে। ইসলাম ব্যতীত ঐক্য হবে না।

তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই।

আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফ ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে মোনাজাত করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ।

এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।