ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও তাই করবে: ছাত্র শিবির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, জুলাই ১২, ২০২৫
জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও তাই করবে: ছাত্র শিবির

ঢাকা: সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শনিবার দুপুরে (১২ জুলাই ) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

প্রধান অতিথি বলেন, গতকালের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে কেউ হত্যা করতে পারে না।  

তিনি বলেন, সারাদেশে যেন চাঁদাবাজির মহোৎসব চলছে। পত্রিকা খুললেই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এরই মধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে। একটি দল ইতিহাস ভুলে গিয়ে আবারও ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আবারও জুলাই নেমে আসবে। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও সেভাবেই বিতাড়িত করবে।

তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্র ও মহানগর নেতারা।

টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।