জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান বলেছেন, নানা দলের নানা মত থাকতেই পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তাই বলে একে অপরের প্রতি আক্রমণাত্মক অশ্লীল শব্দের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, আমরা গঠনমূলক সমালোচনা আশা করি, একে অপরের প্রতি বিষোদগার পতিত আওয়ামী লীগকে শক্তিশালী করছে। হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মনে রাখা ভালো জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং হিন্দুস্তান পাল্টা উল্লাস করবে।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ১৪তম দিন আজ ১৪ জুলাই ঠাকুরগাঁও জেলার আদালত চত্বর, প্রেসক্লাব, কালীবাড়ি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতারা বলেন, শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যা করেছে আসকর আলী নামক যুবককে। শুধু ঠাকুরগাঁও নয় দেশের প্রতিটি সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা এবং অবৈধ পুশ ইন চলছে। হিন্দুস্তানের মনে রাখা উচিৎ হাসিনামুক্ত বাংলাদেশ এখন আর তাদের করদ রাজ্য নয়। পানি আগ্রাসন, ভূমি দখল, হত্যা, পুশ ইন-এর বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। হিন্দুস্তানের আধিপত্যবাদকে রুখে দিতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা জাগপা সভাপতি মো. জামাল উদ্দিন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক মো. মামুন, জাগপা নেতা মাজহারুল ইসলাম, মো. আবদুল লতিফ, মো. মুরাদ মিয়া প্রমুখ।
টিএ/আরএ