ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জুলাই ১৬, ২০২৫
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে আবারও ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

 

বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটর রুপায়ন টাওয়ারের সামনে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দুপুর ২টার পর কে বা কারা যেন ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বাংলামোটর ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম জানান, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য কিছু একটা পড়ে থাকতে দেখেছি। তবে কখন, কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে সেটা আমরা বলতে পারছি না। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে আমরা এ বিষয়ে জানতে পেরেছি।

এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।