ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

গোপালগঞ্জে হামলা-হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে: সিপিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, জুলাই ১৭, ২০২৫
গোপালগঞ্জে হামলা-হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে: সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোগো।

ঢাকা: গোপালগঞ্জে হামলা ও হত্যাকাণ্ডের উন্মত্ত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গোপালগঞ্জে হত্যাকাণ্ড এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে এ কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, এনসিপির সমাবেশ এবং ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক দলের কর্মসূচির নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এনসিপির সমাবেশের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছে। উপরন্তু, নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে কয়েকজন মানুষ নিহত হয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এ ধরনের হামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একেবারেই অপ্রত্যাশিত এবং চব্বিশের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থি। গোপালগঞ্জে যে উন্মত্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার দায় বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। সরকারের দায়িত্বহীনতা গণতন্ত্রের পথে বাংলাদেশের নবযাত্রাকে ব্যাহত করতে পারে।  

হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং জানমালের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি সিপিবির নেতারা জোর দাবি জানিয়েছেন।  

বিবৃতিতে নেতারা রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ এবং পরাজিত ফ্যাসিস্ট ও প্রতিক্রিয়াশীল শক্তির নানা উসকানি, ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।