ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

মাইলস্টোন শিক্ষার্থী আফনানের পরিবারের পাশে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ২৬, ২০২৫
মাইলস্টোন শিক্ষার্থী আফনানের পরিবারের পাশে তারেক রহমান তারেক রহমানের পক্ষে আফনানের পরিবারের সঙ্গে দেখা করেন রিজভী আহমেদ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ছাত্র আফনান ফাইয়াজের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর পল্লবীতে আফনানের বাসায় গিয়ে রিজভী সমবেদনা জানাতে যান।

 

এ সময় আফনানের বাবা আব্দুস সালাম তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আফনানের পরিবারকে সান্ত্বনা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও ছাত্রদল নেতা ডা. সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ