ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

এখন আমাদের কাজ করার সময়: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, আগস্ট ৩, ২০২৫
এখন আমাদের কাজ করার সময়: হাসনাত আব্দুল্লাহ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: জি এম মুজিবুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন আমাদের কাজ করার সময়। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এখানে আমার যারা নেতা-কর্মী রয়েছেন আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না।

 

রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জানি এলাকায় আপনাদের বাধা দেওয়া হচ্ছে। এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটি নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।  

তিনি আরও বলেন, আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী দিক-নির্দেশনা দেবেন। আমাদের যদি জীবন চলে যায়, আমরা তাদের দিক-নির্দেশনা বাস্তবায়ন করবো।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।