ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দিচ্ছে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, আগস্ট ৫, ২০২৫
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দিচ্ছে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এতে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানায় সরকার।

সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তার সঙ্গে থাকবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সংলাপ, সমঝোতা ও রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে গৃহীত উদ্যোগে দলটি গঠনমূলক ভূমিকা রেখে চলেছে। সরকারের আমন্ত্রণে এই প্রতিনিধিদল অংশ নিচ্ছে বলে এতে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।