ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা, নেই পিটার হাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, আগস্ট ৫, ২০২৫
কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা, নেই পিটার হাস হাসনাত, সারজিস, জারা, নাসির উদ্দিন

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে পৌঁছানোর পর তাদের ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির নেতারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি উখিয়ার ইনানির সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলের উদ্দেশে রওনা দেন তারা।

স্থানীয় সূত্রে খবর, হোটেলে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই তাদের পিটার হাসের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করেছে জেলা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ। তাদের দাবি, হোটেলের অতিথি তালিকায় পিটার হাস নামে কোনো ব্যক্তি অবস্থান করছেন না।

বিমান বন্দর ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও তার স্ত্রী, এনসিপি যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

সি পার্ল রিসোর্টের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা হোটেলের পাঁচ তলার তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশির সঙ্গে মিটিং হয়নি। আমাদের হোটেলে পিটার হাস নামের কেউ ওঠেননি।  

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীনও এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চীনা নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানা নেই।  

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, তারা কক্সবাজার বেড়াতে এসেছেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সি পার্ল রিসোর্টে পিটার হাস ছিলেন কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমন ও শহর থেকে ৩০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বেড়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।