ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া দুপুর ১২টায়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, আগস্ট ৬, ২০২৫
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া দুপুর ১২টায় ফাইল ফটো

জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় দলটির মগবাজার আল-ফালাহ মিলনাআয়তনে এই প্রতিক্রিয়া জানানো হবে।

 

সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বুধবার দুপুর ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদপত্র ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।