জাতীয় পার্টির ১০ জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সোমবার (১১ আগস্ট) জাতীয় পার্টি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জাপা চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি বাবলার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল হবে। সেই সাথে তিনি কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।
এসএমএকে/এএটি