ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচনে প্রার্থী এনসিপির মাহিন, দল থেকে বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, আগস্ট ১৮, ২০২৫
ডাকসু নির্বাচনে প্রার্থী এনসিপির মাহিন, দল থেকে বহিষ্কার মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে লড়ছেন। এটিকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ জানিয়ে মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি।



মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সামনের সারিতে ছিলেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদ পান তিনি। এছাড়া শুরুতে তিনি জিয়া হলেও নানা কার্যক্রমে জড়িত ছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টির  যুগ্ম সদস্য সচিব হিসেবে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন তিনি। এর মধ্যে ফের ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন মাহিন।

এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বহিষ্কার করা হলো। এ বহিষ্কার আদেশ আজ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।