ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেটি সংগঠনের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভিপি পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
আবিদুল ইসলাম খান বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে ছাত্রদল গত বুধবার (২০ আগস্ট) সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি। সেই প্যানেলই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল আমরা যে সূচনা করেছি, বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংসদ নির্বাচনে কোনো সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তাদের প্রার্থী নির্ধারণ করেনি। অর্থাৎ, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে যাওয়ার আগে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে সে প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি নিঃসন্দেহে বিরল।
আবিদুল ইসলাম খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটি সংগঠন তাদের প্রার্থী নির্বাচন করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে।
তিনি আরও বলেন, আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে অদিবাসীরা রয়েছে। এমন না তাদের কোটা থেকে নিয়ে এসেছি। তারা তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে।
এ সময় ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
এসসি/আরবি