ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, আগস্ট ২২, ২০২৫
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ ডা. জাহিদ

ঢাকা: অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ’ এর উদ্যোগে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আর বিলম্ব নয়। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যে রিকোয়েস্ট করেছেন, আমরা চাই, অনতিবিলম্বে ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক।

পিআর পদ্ধতিতে যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাচ্ছে, তাদের সমালোচনা করে ডা. জাহিদ বলেন, এ কথা বলার ইমপ্লিকেশন (প্রভাব) ভেবে দেখেছেন কি? আজকে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে সেই পতিত স্বৈরাচার ও তার রেখে যাওয়া সুবিধাভোগীদের—যারা প্রশাসন, বিচারালয়, ব্যবসাকেন্দ্রসহ সর্বত্র ছড়িয়ে আছে।  

বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা যারা বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা, সেটি কি বিবেচনা করেছেন? 

ডা. জাহিদ বলেন, আজ যদি স্বৈরাচারের পক্ষেই কাজ করেন, আর আপনাদের কর্মসূচির কারণে যদি এ দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি হয়-তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার।

এসবিডব্লিউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।