ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কাজী নজরুল ইসলাম সবসময় উপেক্ষিত হয়েছেন: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, আগস্ট ২৭, ২০২৫
কাজী নজরুল ইসলাম সবসময় উপেক্ষিত হয়েছেন: দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় উপেক্ষিত হয়েছন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

কবি কাজী নজরুল ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, এমনকি বাংলাদেশ আমলেও উপেক্ষিত হচ্ছেন।

যদিও তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার পরেও তাকে নিয়ে সেভাবে গবেষণা হয় না। বাংলাদেশে নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে। তাকে নিয়ে গবেষণা আরও ভালোভাবে করা উচিত বলে  মনে করেন তিনি।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, কবি অনেকে আছে কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন কবি একাধারে তিনি সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার,গায়ক, সাংবাদিক, সৈনিক, তিনি বিদ্রোহী কবি, মানুষের কবি, তিনি অভিনয় করেছেন, তিনি রাজনৈতিক কর্মী ও নেতা ছিলেন। কৃতি কৃষাণ পার্টির নেতা ছিলেন। এমন কোনো জায়গা নেই, যেখানে তিনি স্পর্শ করেননি।

তিনি বলেন, অনেকে আমার মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে যদি কোনো কবি যায় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। খেটে খাওয়া মানুষের জন্য, লড়াই করার জন্য, যুদ্ধের জন্য। তিনি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছে। ব্রিটিশ ভারতে জেল খেটেছেন।

ছাত্রদলের সাবেক এ নেতা বলেন, বিএনপি যে রাজনীতি তা সাধারণ মানুষের, গরিব মানুষের রাজনীতি। স্বাধীনতা, সাম্যবাদ, খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে। সে হিসেবে বিএনপির রাজনীতি ও বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ভাবনা একই, একাকার, অভিন্ন। যেমন আমরা সব সময় দেশটাকে রক্ষা করতে চাই। দেশের জনগণের সেবায় সারাটা জীবন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাটা জীবন ব্যয় করেছেন। বর্তমান আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করছেন।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘরে ঘরে পালন করা উচিত। সারাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত।

আয়োজক সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি সহ তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, কবি ও নজরুল গবেষক রেজাউদ্দিন স্টালিন, অর্পণ আলোক সংঘর চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন ও জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

ডিএইচবি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।