গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল দাহ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির অর্ধশতাধিক কর্মী।
এ সময় তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পূর্বঘোষিত এ কর্মসূচি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই সেনা ও পুলিশ সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল। তারা এ ঘটনাকে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।
এমএমআই/এমজেএফ