ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল শুরু করেন। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দেন। তবে অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে দ্রুত সরে যান।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পারি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা অল্প সময় মিছিল করে সরে যায়। এজন্য ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএমআই/জেএইচ