ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনে বাধা দিলে আবারও পরাজিত হবেন: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, আগস্ট ৩১, ২০২৫
নির্বাচনে বাধা দিলে আবারও পরাজিত হবেন: দুদু শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটা গুষ্টি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না। তারা নির্বাচনে না গেলে কি বাংলাদেশ চলবে না? তারা তো বাংলাদেশই চায়নি।

’৭১-এ বাধা দিয়েছিল, আটকে রাখতে পারেনি। এবারের ইলেকশনে বাধা দিলে আবারও পরাজিত হবেন।

রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার বিচার হবেই। বাকশাল, রক্ষীবাহিনী গঠন করে রক্ষা পায়নি। হাসিনা স্বৈরশাসন কায়েম করে রক্ষা পাবে না। তার বিচার হবে। শেখ হাসিনার বিচার করবে আগামীতে যে সরকার আসবে সেই সরকার। এই সরকারের আমলে বিচার শুরু হয়েছে, শেষ না হলেও আগামী সরকার সেই বিচার শেষ করবে বলে আমার বিশ্বাস।  

সবার উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশও বসে নেই। আওয়ামী লীগের হাতে অবৈধ টাকা ও অবৈধ অস্ত্র আছে, তাই তাদেরকে ছোট করে দেখলে বিপদ হতে পারে। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছিল গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ আজ একটি গোষ্ঠী, অপশক্তি সুচতুরভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিগত ১৭ বছরের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে আত্মত্যাগ ও সংগ্রাম, সেটিকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী। সভা সঞ্চালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন।

এছাড়াও বক্তব্য রাখেন-বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, জাসাসের সাবেক সভাপতি রেজাউদ্দৌলা চৌধুরী, কণ্ঠশিল্পী ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মনির খান, সাবেক এমপি আলহাজ মোহাম্মদ ওমর ফারুক ও কে এম রকিবুল হাসান রিপন।  

ডিএইচবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।