ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, সেপ্টেম্বর ১, ২০২৫
ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

মিছিলে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করা প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

এবারের ডাকসুতে এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণতান্ত্রিক আন্দোলনের মুখ, ডাকসু নির্বাচনের প্রার্থীরা এ সিদ্ধান্ত মেনে নেবে না। যেকোনো মূল্যেও ডাকসু নির্বাচন দিতে হবে। কোনো শক্তি পারবে না। ডাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, নির্বাচন স্থগিতাদেশের সিদ্ধান্ত শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ডাকসু নির্বাচন হবে।

এফএইচ/জেএইচ


 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।