ঢাকা: ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে তার নিজ গড়া বাংলাদেশ কল্যাণ পার্টি (নিবন্ধন নং‑০৩১) থেকে বহিষ্কার করেছে দলটির নতুন নেতৃত্ব। এরপর নির্বাচন কমিশনেও তাকে বাদ দেওয়ার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ইসির সচিব বরাবর লেখা ওই চিঠিতে নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ উল্লেখ করেছেন যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইবরাহিমকে চেয়রম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি দলটির দাপ্তরিক ঠিকানাও পরিবর্তনের তথ্য সই করা হয়েছে।
আগে দলটির কর্যালয় ছিল: বাড়ি নং‑৩২৫, লেইন নং‑২২, নিউ DOHS, মহাখালী, ঢাকা‑১২১৬ এবং মহানগর কার্যালয়-৮৫ নয়াপল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা‑১০০০। নতুন ঠিকানা হলো-২৬৬/১, কমিশনার গলি, ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা‑১০০০।
২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় গঠনতন্ত্র অনুযায়ী দলীয় পদে সহমতের মাধ্যমে শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ম্যান ও মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলে তারা নির্বাচিত চেয়ম্যান ও মহাসচিব হিসেবে কার্যকর প্রতিক্রিয়াও পেয়েছেন।
ইসি প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি জোটের শরিক দল হিসেবে নিবন্ধিত কল্যাণ পার্টির দাপ্তরিক ঠিকানা ও নেতৃত্বের তথ্য আমিষ্যামাত্র ইসি লগে আপডেট করা প্রয়োজন। এটা গঠনতন্ত্রগত বাধ্যবাধকতা।
২০০৭ সালে দল গড়ে ২০০৮ সালে নিবন্ধন পাওয়া এই দলটি দীর্ঘদিন বিএনপির সঙ্গে সমমনা আন্দোলনে ছিল। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে-এমপি হন কক্সবাজার‑১ আসন থেকে-উপস্থিতির কারণে দল থেকে বহিষ্কার হন ইবরাহিম।
ইইউডি/এসআইএস