ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গায়ে হাত তোলার চেয়ে অনলাইনে গালিগালাজ বেশি বিপর্যস্ত করে: আব্দুল কাদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, সেপ্টেম্বর ৫, ২০২৫
গায়ে হাত তোলার চেয়ে অনলাইনে গালিগালাজ বেশি বিপর্যস্ত করে: আব্দুল কাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রার্থী আব্দুল কাদের

গায়ে হাত তোলার চেয়ে অনলাইনে বুলিং, ব্যক্তি-আক্রমণ ও গালিগালাজ বিপর্যস্ত করে দেয়। এমনটি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের।

 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মাস্টার দা সূর্যসেন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এ কথা বলেন।  

কাদের বলেন, ৫ আগস্টের আগে ভিন্নমত ধারণ করার কারণে অফলাইনে মারধর করা হতো। সরাসরি আক্রমণ করা হতো। গায়ে হাত তোলা হতো। কিন্তু এখন অনলাইনে বুলিং হচ্ছে। গায়ে হাত তোলার চেয়ে অনলাইনে নোংরা ভাষার ব্যবহার গালিগালাজ আরও বিপর্যস্ত করে দেয়।  

তিনি বলেন, কেবল আমার ক্ষেত্রেই এমন হচ্ছে না। ভিন্নমত ধারণ করেন, এমন সবার ক্ষেত্রেই এমন হচ্ছে। একটা সময় গিয়ে মনে হয়েছে, একটু বোধহয় ভেঙে পড়েছি।  

তিনি আরও বলেন, অবশেষে আমাদের লড়াই-সংগ্রামের একটি গতি হতে যাচ্ছে। ২০১৯ সালের পর থেকে বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছি। কীভাবে শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রাখা যায়, সে কাজ করেছি।  

কাদের বলেন, আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে। আমাদের নারীরা নির্ভয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করতে পারবে।  করতে পারবে, আমাদের স্বপ্ন  মনে হয় সত্যি হচ্ছে। আমরা প্রত্যাশা করি, সাম্যর মত আর কাউকে যেন ক্যাম্পাসে জীবন দিতে না হয়। ক্যাম্পাস ভবঘুরেদের আড্ডাখানা হবে না।  

শিক্ষার্থীদের ভোটদানে আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাকসু থেকে আপনাদের মুখ ফিরিয়ে নেবেন না। গণ-অভ্যুত্থানের পর যে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা, তা দীর্ঘ একবছর পর বাস্তবায়ন হতে যাচ্ছে। আপনার প্রতিনিধি নির্বাচন করুন।  

এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।