ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মুক্তিসংগ্রামের ইতিহাসের মুজিববাদী পাঠের বিরুদ্ধে বদরুদ্দীন উমর সোচ্চার ছিলেন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, সেপ্টেম্বর ৭, ২০২৫
মুক্তিসংগ্রামের ইতিহাসের মুজিববাদী পাঠের বিরুদ্ধে বদরুদ্দীন উমর সোচ্চার ছিলেন’ বদরুদ্দীন উমর/ইনসাটে এনসিপির লোগো

মুক্তিসংগ্রামের ইতিহাসের মুজিববাদী পাঠের বিরুদ্ধে প্রথিতযশা রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর সোচ্চার ছিলেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৭ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক শোকবার্তায় এনসিপি জানায়, খুনি হাসিনার শাসনামলে বাংলাদেশে ফ্যাসিবাদের বয়ান উৎপাদক ও সমর্থক মূলধারার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের বিপরীতে বদরুদ্দীন উমর ছিলেন গণমানুষের পক্ষের চিন্তক ও রাজনৈতিক শক্তি।

২০২৪ সালের জানুয়ারির ডামি-নির্বাচনের আগেই তিনি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে তাড়ানোর কথা বলেছিলেন। জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ার সময় এই গণআন্দোলনকে তিনি ‘গণঅভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করতে পেরেছিলেন এবং আগের অভ্যুত্থানগুলোর তুলনায় এটির ব্যাপকতা স্বীকার করেছিলেন। এ ছাড়া বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে তিনি ১৯৭২ সালেই ‘চিরস্থায়ী জরুরি অবস্থার সংবিধান’ হিসেবে অভিহিত করেছিলেন।

একজন গবেষক ও লেখক হিসেবে বদরুদ্দীন উমর তার লেখনীতে বস্তুনিষ্ঠ এবং নৈর্ব্যক্তিক ইতিহাস তুলে ধরতেন। বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামের ইতিহাসের মুজিববাদী পাঠের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। নতুন বাংলাদেশে একাত্তরের জনযুদ্ধের প্রকৃত ও গণমানুষের ইতিহাসের তালাশ এবং পুনঃপাঠে তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হবেন। বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমরা এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছি। তার শোকসন্তপ্ত পরিবার এবং সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এনসিপি।

এর আগে রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদরুদ্দীন উমর। ১৯৩১ সালে জন্মগ্রহণ করা বদরুদ্দীন উমরের বাবা মরহুম আবুল হাশিম ছিলেন এই জনপদের মানুষের ঐতিহাসিক মুক্তি সংগ্রামের একজন প্রবাদপুরুষ।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ