ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বদরুদ্দীন উমর আজীবন মানুষের মুক্তির জন্য লড়েছেন: গণসংহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, সেপ্টেম্বর ৭, ২০২৫
বদরুদ্দীন উমর আজীবন মানুষের মুক্তির জন্য লড়েছেন: গণসংহতি বদরুদ্দীন উমর

বাংলাদেশের ইতিহাসের ফ্যাসিবাদবিরোধী অন্যতম তাত্ত্বিক, গণঅভ্যুত্থানের পথকে জনগণের মুক্তির দিশা হিসেবে হাজিরের রূপকার ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

নেতৃবৃন্দ বলেন, বদরুদ্দীন উমর বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক অনন্য সাধারণ চরিত্র।

তিনি বার বার ইতিহাসের গতিধারা বিশ্লেষণ করে জনগণের সংগ্রামের পথনির্দেশ করেছেন। জীবনের পুরোটা সময়জুড়ে অবিচল থেকেছেন প্রগতিশীল, গণতান্ত্রিক, গণমুখী রাজনৈতিক কর্মকাণ্ডে।

তারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শকে ফ্যাসিবাদ হিসেবে তত্ত্বায়ন করে সেক্টর কমান্ডার কর্নেল কাজী নুরুজ্জামানসহ বদরুদ্দীন উমর ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক কমিটি গড়ে তোলার উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন সেই ২০০০ সালের আগেই। আওয়ামী লীগের রাজনীতিকে ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আপস তাঁর অভিধানে ছিল না। তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা যখন ফ্যাসিবাদের ছায়ায় নিজেদের নিরাপদ রাখতে চেয়েছেন তখন তিনি সত্য উচ্চারণ করেছেন নির্ভিকচিত্তে। বদরুদ্দীন উমর শ্রেণি সংগ্রামকে কখনো মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের অধীনস্থ করে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেননি।

বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার ও তাঁর রাজনৈতিক সহকর্মীবৃন্দের উদ্দেশ্যে গভীর সমবেদনা জানিয়ে গণসংহতির নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যু বাংলাদেশের মুক্তিকামী জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি, যার ভার আমাদের বহন করতে হবে। আমরা তাঁর জীবন ও কর্মের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ