ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ.লীগের কর্মীরা এক জায়গায় বলছে ‘জয়’, দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, সেপ্টেম্বর ৭, ২০২৫
আ.লীগের কর্মীরা এক জায়গায় বলছে ‘জয়’, দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’ সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা: রাজধানীসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আ.লীগের কর্মীরা এক জায়গায় বলছে ‘জয়’, দেড় মাইল দূরে দৌড়ে গিয়ে বলছে ‘বাংলা’।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে দেখলাম আওয়ামী লীগ এক জায়গায় মিছিল দিচ্ছে। এক জায়গায় বলছে- ‘জয়’, দেড় মাইল দূরে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে বলছে- ‘বাংলা’। এই হচ্ছে এখন আওয়ামী লীগের অবস্থা। সুতরাং এই অবস্থা থেকে যাতে তারা মুক্তি না পায়, সেই রকম রাজনীতি বাংলাদেশে আমাদের স্থাপন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দলের নির্বাচনী প্রচারের কাজ অর্ধেক হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে; যার মাধ্যমে জাতীর আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সবার প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, খুব দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলছি না তখন নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে এলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারাদেশে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসবিডব্লিউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ