ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু: ভোটগণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, সেপ্টেম্বর ৮, ২০২৫
ডাকসু: ভোটগণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোটগণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি  স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে আবারও বুথ সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা যেন দ্রুত ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই বুথের সংখ্যা ১০০ বাড়ানো হয়েছে। এতে বুথের মোট সংখ্যা দাঁড়ালো ৮১০টিতে।  

নির্বাচন কমিশন জানিয়েছে, সব ভোটার উপস্থিত হলেও এবং প্রত্যেকে ভোটদানে ১০ মিনিট করে সময় নিলেও ভোটদানে কোনো সমস্যা হবে না।  

এছাড়াও নির্বাচনের দিন শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য শিডিউলের বাইরে অতিরিক্ত বাস থাকবে।  

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ