ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হ্যাভিওয়েট প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, সেপ্টেম্বর ৮, ২০২৫
হ্যাভিওয়েট প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন  ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা ও প্রস্তুতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা করছেন প্রার্থী ও ভোটাররা।

 

এবারের নির্বাচনে লড়ছে নয়টি প্যানেল। এছাড়া স্বতন্ত্র পদে একাধিক প্রার্থী ভোটারদের নজর কেড়েছেন।  

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবছর কেন্দ্রে ৪৭১ জন প্রার্থী লড়ছেন। এরমধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।  

এছাড়া ১৮টি হলের ১৩ পদের বিপরীতে ১ হাজার ৩৫ জন লড়ছেন। এরমধ্যে ছাত্র হলের ৮৫০ প্রার্থী এবং ছাত্রী হলে ১৮৫ জন প্রার্থী রয়েছেন।  

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এ প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই ফ্লোর কেন্দ্রে নিজের ভোট দেন।  

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট প্যানেলের ভিপি প্রার্থী মো. আবু সাদিক এবং এস এম ফরহাদ উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এজিএস প্রার্থী মহিউদ্দিন খান সিনেট ভবনে ভোট দেবেন।  

গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের সিনেট ভবনে ভোট দেবেন। এছাড়া আবু বাকের মজুমদার কার্জন হলের পরীক্ষার কক্ষ কেন্দ্রে এবং এজিএস প্রার্থী আশরেফা খাতুন ইউল্যাব স্কুলে ভোট দেবেন।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভূতত্ত্ব বিভাগে ভোট দেবেন। জিএস প্রার্থী আল সাদি ভূঁইয়া উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন।  

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দিন খালিদ উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন। এজিএস প্রার্থী ফাতেমা শারমিন অ্যানি ইউল্যাব স্কুলে ভোট দেবেন।  

ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের বিনইয়ামীন মোল্লা সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন রোকেয়া হলে ভোট দেবেন।  

সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী ইয়াছিন আরাফাত উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন।  

স্বতন্ত্র প্যানেল থেকে আলোচিত শামীম হোসেন সিনেট ভবনে, জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাহমীদ আল মোদ্দাসীর চোধুরী, হাসিবুল ইসলাম উদয়ন স্কুলে, সানজিদা আহমেদ তন্বী টিএসসি কেন্দ্রে ভোট দেবেন।

বাম সংগঠন সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম ইমরোজ ইমি ইউল্যাব স্কুলে, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন।  

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোনো শঙ্কা আমরা দেখছি না।  

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।