ফরিদপুর: লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে সাধারণ মানুষদের দুর্ভোগে ফেলতে চাইলে জনগণই খালেদা জিয়াকেই অবরুদ্ধ করে ফেলবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষদের জিম্মি করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। ক্ষমতায় আসতে চাইছেন। কিন্তু জনগণ তা মেনে নেবে না। তিনি নিজেই অবরুদ্ধ হওয়ার পথ তৈরি করছেন।
খালেদা জিয়ার মধ্যে কোনো ধর্মকর্ম নেই বলে তিনি ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি দিয়েছেন। তার ধর্মকর্ম থাকলে হজের পরে বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় এই জমায়াতে বাধা সৃষ্টি করতেন না। দেশ-বিদেশের সাধারণ মুসুল্লিরা বহু কষ্টে পায়ে হেঁটে তুরাগে পৌঁছেছেন। এ ধরনের নির্যাতন জনগণ আর মেনে নেবে না।
এ সময় ফরিদপুরের বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। এর আগে তার বদরপুরের বাসভবন আফসানা মঞ্জিলে ২০১৫ সালে ফরিদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোশাররফ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু বক্তব্য রাখেন।
এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক কে এম সেলিম, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫