ঢাকা: সর্বহারারা যে পথে হেঁটেছিল, বিএনপি সে পথেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে একটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ‘ গাপেক্সপো-২০১৫’র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, সর্বহারাদের মতোই বিএনপি আন্দোলনের নামে রাতের আঁধারে লুটতরাজ, জ্বালাও- পোড়াও চালাচ্ছে। সর্বহারাদের রাজত্ব কায়েম করতে তারা আমাদের ৫ জন এমপিকে হত্যা করেছিল। এ আন্দোলনের মাধ্যমে অগণতান্ত্রিক প্রথাকেই উৎসাহিত করা হচ্ছে।
৫ জানুয়ারির নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো উল্লেখ করে আমু বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় দলগঠনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা সহায়তা করেন নি। এ আন্দোলনের সঙ্গে তাদের দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই।
এ ধরনের অযৌক্তিক ও অসাংবিধানিক ‘লুটতরাজের’ মতো বিষয়কে আন্দোলনের সঙ্গে মেলানো ঠিক হবে না, বলেন শিল্পমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত পাট ও বস্ত্র মন্ত্রী এমাজ উদ্দিন প্রামানিক বলেন, এ দেশ রক্ষার দায়িত্ব সবার। বর্তমানে রাজনৈতিক আন্দোলনের নামে চলছে মানুষ পুড়িয়ে মারা। এটা কী ধরনের আন্দোলন! প্রতিটি নাগরিকের উচিত যার যার জায়গা থেকে এ ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধ করা।
বিজিএমইএ সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম বলেন, রাজনীতির কারণে একপা এগুলে দু’পা পেছাতে হয়। আমরা কিছুতেই সামনে এগুতে পারি না। গত বছর রাজনীতি স্থিতিশীল ছিল। এতে আমরা কিছুটা সামলে নিয়েছিলাম। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আর ক্রেতারা আমাদের দেশে আসছেন না।
আমাদের তাদের দেশে গিয়ে অর্ডারের জন্য বৈঠক করতে হচ্ছে। কিন্তু তাতেও তারা আমাদের পুরো অর্ডার দিচ্ছে না। রাজনীতিবিদরা রাজনীতি করুন, কিন্তু তা যেন দেশের অর্থনীতিকে ধ্বংস না করে, অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, মেলা কমিটির চেয়ারম্যান হাসানুল করিম তমিজ, ইন্ডিয়ার এএসকেট্রে অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫