সিলেট: প্রতিবাদ মিছিল করতে গিয়ে হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় আহত হয়েছেন ছাত্রলীগের তিন কর্মী।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় নগরীর উপকণ্ঠ খাদিমপাড়ায় শাহ পরান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই এলাকায় ছাত্রলীগ নেতা পংকী মিয়াকে কুপিয়ে জখম করে দুবৃর্ত্তরা। এ ঘটনার প্রতিবাদে রাত ৯টায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। এসময় তামাবিল থেকে সিলেট নগরীর উদ্দেশে ছেড়ে আসা একটি হিউম্যান হলার (লেগুনা) পিকেটার মনে করে ছাত্রলীগের মিছিল ঘেঁষে বেপোরোয়াভাবে চালিয়ে যায়। এসময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শিব্বির, রাজু, ইকু নামের ছাত্রলীগের তিন কর্মী।
তাদের শরীরে কয়েক দফা অস্ত্রপচার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমদ চৌধুরী।
শাহ পরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি হিউম্যান হলার মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা দিলে মিছিলে থাকা ছাত্রলীগের তিন কর্মী আহত হয়। তাদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১২ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১৫