রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে ও ছাত্রীদের আবাসিক হলগুলোর পেছনে ককটেল দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বাংলানিউজকে জানান, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এসময় সেখান থেকে মোটরসাইকেলে করে দু‘জনকে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে ঘটনাস্থলে কিছুদূরে দাঁড়িয়ে থাকা লোকজন।
এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলগুলোর পেছনের রাস্তায় আরও একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান তিনি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সমাবর্তনের আগে ক্যাম্পাসে আতঙ্ক ছড়াতেই কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে খবর পেয়ে আমরা ঘটানস্থলে গিয়ে কাউকে দেখতে পাইনি। এ ঘটনার পর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রোববার (১৮ জানুয়ারি) রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম সমাবর্তন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫