ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

যারা গাড়িতে আগুন দিচ্ছে তারা মানুষ না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, জানুয়ারি ২০, ২০১৫
যারা গাড়িতে আগুন দিচ্ছে তারা মানুষ না মাহবুবুর রহমান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান বলেছেন, মর্মবিদারক দৃশ্য দেখলাম। অনেক মানুষ দগ্ধ হয়েছেন।

তাদের প্রতি গভীর সমবেদনা জানাতে এসেছি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের দেখে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুবুর রহমান আরও বলেন, রোগীদের সঙ্গে কথা বলেছি। অনেক কষ্টে আছেন তারা। যারা গাড়িতে আগুন দিয়ে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে, তারা মানুষ না। তাদের কোনো পরিচয় থাকতে পারে না।

আমরা শান্তি চাই উল্লেখ করে শান্তির জন্য সকলকে আহবান জানান মাহবুবুর রহমান ।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।