ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির বাণী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির বাণী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঢাকা: ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঊনসত্তরের ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস হিসেবে স্মরণীয় হয়ে আছে।

১৯৬৯ সালের এই দিনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।

বাণীতে তিনি আরও বলেন, এই দিন তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এ দেশের মানুষ, শহীদ হয়েছিল কিশোর মতিউর। গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল আগরতলা যড়যন্ত্র মামলা প্রত্যাহার ও প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর। এই গণঅভ্যুত্থানের পথ ধরে অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। এই স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঊনসত্তরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।