ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংকট নিরসনে জাতীয় সংলাপে বসুন

সিনিযর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সংকট নিরসনে জাতীয় সংলাপে বসুন জেবেল রহমান গাণি

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া ঘোষিত ৭ দফার ভিত্তিতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণি।
 
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ন্যাপের প্রেসিডিয়াম ও ভাইস চেয়ারম্যানদের এক যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।


 
তিনি বলেন, সরকারের একগুঁয়েমি নীতির কারণেই আজকের এই রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বিরোধীদলকে শান্তিপূর্ণ সমাবেশে বাধা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীসহ বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার সংকট আরও জটিল করে তুলছে।
 
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, স্থায়ী কমিটির সদস্য আলহাজ গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গাণি, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বেনজির আহমে, কাজী ফারুক হোসেন, এটিএম দেলোয়ার হোসেন, সৈয়দ জাকারিয়া জিকু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।