ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতা রোধে মহাসড়কে বিজিবির কড়া পাহারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
নাশকতা রোধে মহাসড়কে বিজিবির কড়া পাহারা ফাইল ফটো

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে মহাসড়কে বাস ও পণ্যবাহী ট্রাক যাতায়াতে পাহারা বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় বিএনপি।



দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক যাতে নাশকতার কবলে না পরে সেজন্য মহাসড়কে পাহারা জোরধার করেছে বিজিবি। গত ৭ জানুয়ারি থেকে মহাসড়কে পাহারার ব্যবস্থা করে বিজিবি।

বিজিবি সদস্যদের এ পাহারার কারণে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ থেকে বিরত রয়েছেন অবরোধকারীরা। আর এ কারণে মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বাংলানিউজকে বলেন, সারাদেশের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। গত তিন দিনে কয়েক হাজার গাড়ি (বাস, পণ্যবাহী ট্রাক, গরু বোঝাই ট্রাক) দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর বাহিরেও এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা গাড়িও নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,  গত ৭ জানুয়ারি বিজিবি এবং অন্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত প্রহরায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ শতাধিক যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাকসহ অন্য যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে চলাচল করছে।

এরমধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ঢাকায় ৩৪৭ টি, যশোর ও সাতক্ষীরা থেকে আরিচা হয়ে ঢাকায় ২৪৯ টি এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এবং রাজশাহী ও বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ১১৮ টি বাস ও ট্রাক বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত যানবাহনের বহরের সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আরো যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করেছে ।

তিনি বলেন, ৮ জানুয়ারি বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ২ হাজার ৭শ’ বাস-ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করেছে। এরমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১১২ টি, চট্টগ্রাম-ঢাকা রুটে ১ হাজার ৪৬ টি, যশোর/সাতক্ষীরা-আরিচা-ঢাকা রুটে ১ হাজার ৪০৬ টি,  রাজশাহী-বগুড়া-যমুনা ব্রীজ-ঢাকা রুটে ১১৮ টি এবং রংপুর- বগুড়া-যমুনা ব্রীজ-ঢাকা রুটে ৭০ টি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহন বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। ৯ জানুয়ারিও এ প্রহরা অব্যাহত রাখে বিজিবি।

১০ জানুয়ারিও প্রায় ৩ হাজার পরিবহন কড়া পাহারায় রাজধানী ও আন্তঃজেলায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মহসিন রেজা।  

মহসিন রেজা বলেন, অবরোধকালীন সময়ে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবিও তাদের টহল অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।