ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজদিখানে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জানুয়ারি ১০, ২০১৫
সিরাজদিখানে ছাত্রদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়।



ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রিপন উপজেলার চরকুন্ডলীয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, কুচিয়ামোড়া এলাকা থেকে বিকেলে রিপনকে গ্রেফতার করা হয়। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি জানান, ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে অবরোধ কর্মসূচিতে পুলিশের ওপর হামলার ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করা হয়েছিল। ওই মামলায় ছাত্রদল নেতা রিপন পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।