ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুলশানে ককটেল বিস্ফোরণ, পুলিশের এসআই আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
গুলশানে ককটেল বিস্ফোরণ, পুলিশের এসআই আহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এস‌আই) খালিদ হোসেন গুরুতর আহত হয়েছেন।



প্রত্যক্ষদর্শী জুবায়ের হোসেন মুকুল বাংলানিউজকে বলেন, শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টায় ১০/১৫ জন ঝটিকা মিছিল বের করে অবরোধকারীরা। এ সময় তারা উপর্যুপরি ৮/১০ ককটেলের  বিস্ফোরণ ঘটায়।

এতে ‌এসআই খালিদ হোসেন ‍গুরুতর আহত। পরে পুলিশ  ফাঁকা গুলি ছুড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ এসে তল্লাশি চালায়।

গুলশান জোনের সহকারি কমিশনার নুরুল আলম বাংলানিউজকে বলেন, অবেরোধের সমর্থনে কিছু দুর্বৃত্ত মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আমাদের এক সদস্য আহত হন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।