ঢাকা: ছয় মাস পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। এ সময় তার সঙ্গে ছিলো ছেলে ও মেয়ে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ৫টা ২৩ মিনিটে ছেলে-মেয়েকে নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে সন্ধ্যা সাতটা ৪১ মিনিটে বের হন লুনা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় তিনি বলেন, ‘প্রায় ছয়মাস পর ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা হলো। অসুস্থতার খবর পেয়ে এসেছি। তার সঙ্গে রাজনৈতিক কোনো কথা হয়নি। তবে তার স্বাস্থ্য ভালো রয়েছে, মনোবলও ভালো রয়েছে’।
খালেদা জিয়া গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থান করছেন গুলশানস্থ তার রাজনৈতিক কার্যালয়ে। তার দাবি সেখানে তাকে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অপরদিকে সরকারের দাবি অবরুদ্ধ নয় খালেদার বাড়তি নিরাপত্তা দেয়ার জন্যই সেখানে অবস্থান নিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
**খালেদার গুলশান কার্যালয়ে ইলিয়াস আলীর স্ত্রী