ঢাকা: ভারতীয় জনতা দল (বিজেপি) সভাপতি অমিত শাহ আবারো খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
শনিবার বাংলাদেশের একাধিক বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ওই খবর উড়িয়ে দেন।
টেলিফোন প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি তাকে (খালেদা) কোনো কল করিনি। এসব ভুয়া খবর কেনো ছাপা হচ্ছে?
এর আগে গত বুধভার রাতে অমিত শাহ ফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন বলে দাবি করা হয়েছিলো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খানের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে তুমুল আলোচনা শুরু হয় রাজনৈতিক পরিমণ্ডলে। এর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু বিএনপি সবসময়ই তাদের দাবির পক্ষে কথা বলে আসছে।
কিন্তু এ বিষয়ে অমিত শাহ’র সাফ কথা, দিজ ইস টোটালি রিউমার। দিস ইজ এ ফেক নিউজ।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫