ঢাকা: ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা দল (বিজেপি) সভাপতি অমিত শাহ’র ফোনে আলাপ আমার উপস্থিতিতেই হয়েছে’ বলে দাবি করেছেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।
মারুফ কামাল খান বলেন, এ বিষয়টি নিয়ে এখনও সংবাদ মাধ্যমে বিভ্রান্তি কাটছে না। কিন্তু শতভাগ সত্য যে খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহ’র ফোনে আলাপ হয়েছে।
তিনি বলেন, দেশের যে সব সংবাদ মাধ্যম এ বিষয়টিকে মিথ্যা বা অসত্য প্রমাণ করে সংবাদ পরিবেশন করছেন তাদের উদ্দেশ্য ও সততার বিষয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। বিজেপি প্রধান তাদের কোনো সাক্ষাতকার দিয়েছেন কি-না এ বিষয়েও আমি কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না।
অমিত শাহ এখন নির্বাচনী প্রচার অভিযানে ব্যস্ত, তার পক্ষে এ নিয়ে ঢাকার কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দেওয়া সম্ভব কিনা তা নিয়েও চেয়ারপারসনের প্রেস সচিব প্রশ্ন তোলেন।
দেশে বিরাজমান পরিস্থিতিকে অন্যখাতে নিতেই এ বিষয়টিকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের মূল বিজ্ঞপ্তিটি পড়তে এখানে ক্লিক করুন-
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫