সিলেট: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে পুলিশ-ছাত্রলীগ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫টি যানবাহন ভাঙচুর ও উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানায় হাসপাতাল সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সিলেট জেলায় হরতালের সমর্থনে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি তার ও অঙ্গসংগঠন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে আসামাত্র পুলিশ তাতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
বিএনপি নেতাকর্মীদের প্রতিবোধের মুখে পুলিশ পিছু হটে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড গুলি, ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুর রহমান নামে এক যুবদল নেতাকে আটক করে। সংঘর্ষের ঘটনায় পৌরশহরসহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় পুলিশকে দায়ী করে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে বাকশালী আচরণ করেছে। তারা গুলি চালিয়ে আমাদেরকে থামাতে পারবে না।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলাকারীদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫